,

মায়ের সাথে হাঁস আনতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের সাথে হাঁস আনতে গিয়ে ফারহান নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) সন্ধ্যায় নিজ বাড়ির পাশে পুকুরে ডুবে সে মারা যায়।

ফারহান উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের কৃষক জামালউদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হাঁস আনতে মায়ের সাথে বাড়ির পাশে পুকুরে যায় ফারহান। মা হাঁস নিয়ে বাড়িতে ফেরে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশের এলাকায় খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশে সেই পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিম জাহান জিনিয়া তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর