নিজস্ব প্রতিবেদক: ব্যস্ততার শহর ঢাকা। প্রত্যেকেই ছুটে চলেন নিজ নিজ কাজে, যেন পাশের মানুষটির দিকে তাকানোর সময়ই নেই, কেউ নেন না কারো খোঁজ। এ শহরে অনেক মানুষ রয়েছে; যারা বাড়ি কিংবা গাড়ির জন্য নয়, শুধুমাত্র খাবার খোঁজার জন্য ছুটে চলেন। এমন ক্ষুধার্ত মানুষের মুখে প্রতিদিন বিনামূল্যে এক বেলা খাবার তুলে দিচ্ছে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।
রাজধানীর কাকরাইলে মহানগর দক্ষিণ যুবলীগের অফিসের সামনে এক দিনের ঘটনা, তখন রাত প্রায় ১০টা। ওই অফিসের সামনে চোখে পড়ে মানুষের বিশাল লাইন। এত রাতে এত বড় লাইন দেখে কৌতূহলী মন থমকে দাঁড়ায়। সামনে এগিয়ে দেখা গেল অসহায়, দরিদ্র, ছিন্নমূল, মানুষগুলো আনন্দের সঙ্গে গরুর মাংস ও সবজি দিয়ে ভাত খাচ্ছেন।
তাদের জিজ্ঞেস করা হলো- আপনারা কি টাকা দিয়ে খাচ্ছেন? সবাই একসঙ্গে বলে উঠল ‘না’। তাহলে কোন উপলক্ষ্যে আপনাদের আজ খাওয়ানো হচ্ছে, এমন প্রশ্নে তারা বললেন– ‘গরিবের বন্ধু সম্রাট আমাদের খাওয়াচ্ছেন, তিনি প্রতিদিনই আমাদের খাওয়ান।’
আরও এগিয়ে দেখা গেল মেইন রোডের ফুটপাত ধরে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ফুটওভার ব্রিজ পর্যন্ত হাজারখানেক মানুষের লাইন। খাবার দেওয়ার দায়িত্বে নিয়োজিত লোকগুলো অনেক ব্যস্ত। তাদের জিজ্ঞাসা করা হলো, এত মানুষের খাবার রয়েছে কি না। তারা জানালেন, ‘অনেক দিন ধরেই খাওয়ানো হচ্ছে; কিন্তু কখনো কম হয় না। আর কম হলেও তাদের জন্য ব্যবস্থা করা হয়।’
এক দিন বা দুদিন নয়, বছরের পুরো সময়টাই চলে এ আয়োজন। খাবার বিতরণকারী একজন বলেন, ‘সুবিধাবঞ্চিত মানুষদেরও একটু ভালো খাবার খেতে মন চায়। কিন্তু তারা ভালো খাবার খেতে পান না। তাই ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট তাদের জন্য এক বেলা ভালো খাওয়ার ব্যবস্থা করেছেন। প্রতি রাতেই দেড় হাজারের মতো সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়।’
এক রিকশা চালক জানান, তিনি প্রতি রাতেই এখানে খাবার খেতে আসেন। কয়েক মাস ধরে তিনি এখানে বিনামূল্যে খাবার খাচ্ছেন।
মুসলেম উদ্দিন নামে এক ভিক্ষুক জানান, তিনি উত্তরা থেকে প্রতি রাতে এখানে খাবার খেতে আসেন।
আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেলে, অনেকেই অনেক দূর থেকে সম্রাটের দেওয়া খাবার খেতে কাকরাইলে আসেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক নেতা বলেন, ‘ছিন্নমূল-অসহায় মানুষরা তার (সম্রাট) কাছে সাহায্য চেয়ে কখনো খালি হাতে ফেরেননি। তিনি তার সাধ্য মতো সবাইকে সাহায্য-সহযোগিতা করেন। এ কাজের জন্য তিনি দরিদ্র, ছিন্নমূল ও ভাসমান মানুষের কাছে ‘গরিবের সম্রাট’ বলে পরিচিত। আর তরুণদের কাছে ‘‘যুববন্ধু’’।’
দক্ষিণ যুবলীগের আরেক নেতা বলেন, ‘তিনি (সম্রাট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করেন। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেখানো সেবার রাজনীতি করেন। রিকশা-ভ্যান চালক, ফুটপাতে থাকা ভাসমান, ছিন্নমূল ও অসহায় মানুষের কথা চিন্তা করে তিনি তার অফিসে প্রতি রাতে ভালো মানের খাবারের আয়োজন করেন। তার উদ্দেশ্য এসব মানুষেরা দিনে অন্তত এক বেলা যেন তৃপ্তি করে খেতে পারেন।’
এমন ভালো ভালো কাজের মাধ্যমেই অন্ধকার থেকে আলোর পথের যাত্রায় সম্রাটের হাত ধরে এগিয়ে যাচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।