জেলা প্রতিনিধি, মাগুরা: মাগুরার মহম্মদপুরে মসজিদের মেরামত ও কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মান্দারবাড়ীয়া গ্রামের আশরাফিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলীসহ ৫০ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাত করে থানায় একটি দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের মেরামত ও কমিটি গঠনকে কেন্দ্র করে মান্দারবাড়ীয়া গ্রামের হাজী আব্দুল মান্নান শরীফের ছেলে শরীফ আলিমুজ্জামান সমর্থক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলীর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির জেরে দু’পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, বাড়িঘর ভাঙচুর ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’পক্ষের ১০টি বাড়িঘর ভাঙচুর হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার থানার এসআই মো. সাইদুর রহমান বাদী হয়ে একটি দ্রুত বিচার আইনে মামলা করে। থানার ভারপ্রাপ্ত ওসি মো. আশরাফুল ইসলাম (তদন্ত) বলেন, মামলার ৯ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।