নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে জাতীয় পার্টির জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্র।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে ডিএনসিসির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এ তথ্য জানান।
তিনি বলেন, জিএম কামরুল ইসলাম সিটি করপোরেশনের ভোটার নন বলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
উত্তর সিটিতে বৈধ মেয়র প্রার্থীরা হলেন— আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।
এ দিকে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া সাত প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।