নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারে আগুন লেগে একটি রেস্তোঁরাসহ পাঁচটি দোকান পুড়ে গেছে।
আশুলিয়ার বাইপাইল এলাকায় বুধবার রাত প্রায় সাড়ে ১২টায় আগুনের সূত্রপাত।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গেছে এসব দোকানের মালামাল।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার তোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রাত ১২টা ২৩ মিনিটে বাইপাইল এলাকায় দোকানে আগুন লাগার খবর পাই। আমাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, ‘বাইপাইল এলাকায় একটি রেস্তোরাঁসহ পাঁচটি দোকানে আগুন লাগে। আমাদের চারটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।