ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর গোলপুকুরপাড় এলাকার পূজামণ্ডপে মঙ্গলবার (৮ অক্টোবর) বন্ধুর ছুরিকাঘাতে শাওন ভট্টাচার্য (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম শাওন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯ টার দিকে প্রতিমা বিসর্জনের আগে নাচানাচির এক পর্যায়ে কথা কাটাকাটির একপর্যায়ে শাওনকে ছুরিকাঘাত করে তার এক বন্ধু। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের অভিযান চলছে। শাওন ভট্টাচার্য স্থানীয় কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং নগরীর নাটক ঘরলেন এলাকার শুভাশিস ভট্টাচার্যের ছেলে। শাওনের বাবা শুভাশিস ভট্টাচার্য জানান, দুপুরে পূজামণ্ডপে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় শাওন। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।