,

ভোটের খবর সংগ্রহে বাধায় ৩ বছরের জেল চায় ইসি

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক: ভোট চলাকালে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকরা বাধার শিকার হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড চেয়ে সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান কমিশনার আহসান হাবিব।

তিনি বলেন, ‘বর্তমান কমিশনই প্রথম বেশ কিছু আইন পরিবর্তনের জন্য আইন মন্ত্রণালয়ে লিখেছে।’

সাংবাদিকদের ‘নির্বাচন কমিশনের চোখ, কান’ উল্লেখ করে এই কমিশনার বলেন, ‘আমাদের বদলে আপনারা হাজির থেকে সংবাদগুলো সঠিকভাবে কাভার করেন। আপনাদের সিকিউরিটির কথা চিন্তা করে, নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আইনে নতুন একটা সংযোজন করছি।’

এ কমিশনার বলেন, ‘দায়িত্ব পালনের সময়ে যদি কেউ বাধাগ্রস্ত করে, ডিউটি পালনে যদি অ্যাস্যাল্ট করে থাকে, ইকুইপমেন্টস এবং সঙ্গী-সাথী যারা আছে, তাদের যদি ক্ষতি করার চেষ্টা করে, সে ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের জেলের বিধান রাখা হয়েছে।

‘সর্বনিম্ন ১ বছর। এ ছাড়া জরিমানার বিধান রাখা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশে নতুন এই ধারা সংযুক্ত করার সুপারিশ করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর