,

ভৈরবে হত্যা মামলার প্রধান আসামী আটক

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের মধ্যেরচর এলাকা থেকে সুনামগঞ্জ জেলার উপজেলার তাহিরপুর উপজেলার চাঞ্চল্যকর হানিফ সিকদার হত্যা মামলার এজাহারভূক্ত প্রধান আসামী হাবিবুর রহমানকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

(২৫ অক্টোবর) রোববার দুপুরে ভৈরব উপজেলার শিমূলকান্দি ইউনিয়নের মধ্যেরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আসামী হাবিবুর রহমান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ইছবপুর গ্রামের মৃত লায়েছ শিকদারের ছেলে।

র‍্যাব ক্যাম্প সূত্রে জানায়,গত ২৬ মার্চ বিকাল সাড়ে ৫টার সময় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ঝলারহাওরে গরুর ধান তে খাওয়াকে কেন্দ্র করে হানিফ শিকদার ও তাদের ভাইদের মাঝে হাবিবুর রহমান ও তার সমর্থকদের মাঝে এক সংঘর্ষ হয়। এতে হানিফ শিকদার গুরুতর আহত হন।

ঘটনার পর তার স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর পর তার ভাই বাদী হয়ে হাবিবুর রহমানকে প্রধান অভিযুক্ত করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলার প্রধান অভিযুক্ত আসামী ভৈরবে অবস্থান করছে, এমন সংবাদ ও তথ্যের যাচাইয়ের ভিত্তিতে র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে রোববার দুপুরে ভৈরব উপজেলার শিমূলকান্দি ইউনিয়নের মধ্যেরচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এই বিভাগের আরও খবর