নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ রুটে বন্ধ থাকা ফ্লাইটগুলো বুধবার (২১ এপ্রিল) থেকে সীমিত পরিসরে ফের চালু হচ্ছে বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান।
মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ৩ এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ এপ্রিল থেকে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।