,

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রীর আর নেই

বেগম ফজিলাতুন্নেসা। ছবি: সংগৃহীত

বিডিনিউজ ১০ ডটকম ডেস্ক: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা আর নেই।

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়েছে।

স্বজনরা জানিয়েছেন, ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত কারণে গত ২৭ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

বেগম ফজিলাতুন্নেসার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ফজিলাতুন্নেসার আত্মীয় আসাদ রহমান সাংবাদিকদের বলেন, অসুস্থ হওয়ার আগে ফজিলাতুন্নেসা নড়াইলের বাড়িতেই বসবাস করে আসছিলেন। গত ২৭ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য তাকে নড়াইল থেকে ঢাকায় নেয়া হয়।

শহীদ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান মহিষখোলার নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ নূর মোহাম্মদনগর করা হয়।

এই বিভাগের আরও খবর