কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে কুমার নদে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের যুবসমাজের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ দেখতে কুমার নদের দুপাড়ে শত শত নারী-পুরুষ ভিড় করেন। এ প্রতিযোগিতায় পয়ূরপঙ্খী ও যুব এক্সপ্রেস নামে দুটি নৌকা অংশ নেয়।
আয়োজকদের একজন গিয়াস উদ্দিন গালিব বলেন, বিজয় দিবসের আনন্দ উদযাপনের জন্য আমরা নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। প্রতি বছর নৌকাবাইচ প্রতিযোগিতা আরও উৎসবমুখর করার প্রচেষ্টা অব্যাহত থ্কাবে। বিজয়ের মাসে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আমাদের এ উদ্যোগ।
বাইচে প্রথম হয় ময়ূরপঙ্খী। বিজয় প্রতিযোগিদের হাতে নগদ টাকা তুলে দেন তরুণ উদ্যোক্তা গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, ইউপি সদস্য সাকায়েত হোসেন সাকু, কাশিয়ানী সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিংকনসহ স্থানীয় গণমান্য ব্যক্তি।