,

বাড়ি থেকে পালিয়ে নিখোঁজ করোনায় আক্রান্ত রোগী

মানিকগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গ্রামের বাড়ি থেকে পালিয়ে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার খলিলাবাদ গ্রামের বাসিন্দা।

কর্মসূত্রে ওই ব্যক্তি ঢাকায় একটি ফলের দোকানে কাজ করত। গত শনিবার (৯ মে) ঢাকা থেকে নিজ বাড়িতে এসেছিলেন তিনি।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ বলেন, ওই রোগীর নমুনা সংগ্রহ করে গতকাল রবিবার (১০ মে) পরীক্ষার জন্য সাভারে পাঠানো হয়। সোমবার (১১ মে) সকালে তার রিপোর্ট পজিটিভ আসে।

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, ‘ওই রোগীর নিখোঁজ থাকার বিষয়টি শোনার সাথে সাথে পুলিশ ফোর্স নিয়ে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে শুনি সে পাশের মুন্সিচড় গ্রামের আত্মীয়ের বাড়ি গেছেন এবং সেখানেই অবস্থান করছেন। পরে ওই গ্রামে যাওয়ার আগেই সেখান থেকেও তিনি পালিয়ে গেছেন। ওই সময় তার সংস্পর্শে আসা ওই বাড়িটি লকডাউন করি। আমরা বিভিন্ন লোক মারফত ও প্রযুক্তির মাধ্যমে তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।’

এই বিভাগের আরও খবর