বিডিনিউজ ১০ ডটকম ডেস্ক: বাংলাদেশের নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের পদ্ধতি অনুসরণ করে ২০১২ সালে যুক্তরাজ্যের স্কটল্যান্ডে অনগ্রসর ব্যক্তিদের ক্ষুদ্রঋণ দেয়ার জন্য গ্রামীণ ফাউন্ডেশন স্কটল্যান্ড নামে একটি প্রতিষ্ঠান চালু করা হয়েছিল।
প্রতিষ্ঠানটি থেকে যারা ঋণ নিয়েছেন, তাদের অনেকে ঋণ পরিশোধ না করার কারণে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে। খবর বিবিসির।
এই ফাউন্ডেশনের ছয় পরিচালকের একজন ছিলেন অধ্যাপক ইউনূস। এটি যুক্তরাজ্যের গ্রামীণ ব্যাংক হিসেবেও পরিচিত।
প্রতিষ্ঠানটিতে একজন আর্থিক কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, যিনি এখন সেটির সম্পত্তি বিক্রি করে যতটা সম্ভব দেনা পরিশোধের বন্দোবস্ত করবেন।