বিডিনিউজ ১০, ডেস্ক: মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী বন্দর সিরাজউদ্দৌলা ক্লাবের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার সকাল ১১টায় সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ ম্যাচের উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২,২৩ ও ২৪নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শাওন অংকন, বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান সুলতান খান, মিয়া মোহাম্মদ জামান, আজহারুল ইসলাম জিন্নাহ, মিয়া মোহাম্মদ সোহেল, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, ক্রীড়া সংগঠক মো. শিপলু ভূইয়া, যুবলীগ নেতা হিমেল খান হিমু, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সংগঠক সাইফুল ইসলাম ভূইয়া বাবু।