নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই নতুন বছরের সূর্যোদয়। নানা ঘটনার মধ্য দিয়ে বিদায় নিচ্ছে ২০২৪। বছরজুড়ে নানা ঘটনায় আলোচিত-সমালোচিত কাশিয়ানী উপজেলা। সেসব ঘটনা এক নজরে তুলে ধরা হল-
৯ জানুয়ারী: হোল্ডিং ট্যাক্সের টাকা আদায় নিয়ে মহেশপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
১৯ জানুয়ারী: ব্যাসপুর গ্রামে তেলের হলারের সাথে সোয়েটার পেঁচিয়ে হিরু শেখ নামে এক মিল শ্রমিকের মৃত্যু হয়
২৪ জানুয়ারী: কাশিয়ানী উপজেলার সাধুহাটি গ্রামে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ভাবি-ভাতিজাকে পুড়িয়ে হত্যা (ডাবল মার্ডার) মামলার আসামী হোসাইন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
২৭ জানুয়ারী: মহেশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে জিম্মি করে নগদ প্রায় সাড়ে ১১ লাখ টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার ও মালামাল লুটের ঘটনা ঘটে।
২৩ ফেব্রুয়ারী: কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামে অগ্নিকান্ডে স্বপ্না দাস (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়।
৩ মার্চ: উপজেলার বাগঝাপা গ্রামে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. হেলাল উদ্দীন আল আজাদ নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
২৩ মার্চ: উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ঠে হয়ে কালু শেখ (২৫) ও সনাতন বিশ্বাস (৬৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়।
২৫ মার্চ: জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগ তুলে পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শাওন ও নারী সদস্য আসমা বেগমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়।
১২ এপ্রিল: উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বে দুটি পরিবারের বাড়ির প্রবেশ পথে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দেয় প্রতিবেশিরা।
১৪ এপ্রিল: দক্ষিণ ফুকরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী ও শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত এবং বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
২৪ এপ্রিল: বরাশুর গ্রামে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে শহীদ চৌধুরীকে(৫৮) গ্রেফতার করে পুলিশ।
২৬ এপ্রিল: পরানপুর গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে এসে মধুমতি বাওড়ে গোসল করতে নেমে নিখোঁজ ওলিয়ার শরীফের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়।
১৮ মে: কাশিয়ানী সদরের পূর্বপাড়া আলমগীর হোসেনের বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।
২৪ মে: পারুলিয়া ইউনিয়নের কুমারিয়া লক্ষ্মীপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে স্কুলের অফিস কক্ষে তালা ঝুঁলতে দেখেন চাকরিপ্রার্থীরা।
৮ জুন: দক্ষিণ ফুকরা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুইদিন ধরে অনশন করেন মেরিনা আক্তার (২৪) নামে এক নারী।
১১ জুন: উপজেলার ধোপাপাড়া গ্রামে নিষিদ্ধ ম্যাজিক জাল জব্দ করায় গ্রামপুলিশের ছেলে হাকিম মোল্যা (২৫) নামে এক যুবককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে।
২ জুলাই: অতিরিক্ত বেতন ও পরীক্ষার ফি নেওয়ার অভিযোগ তুলে ওড়াকান্দি মীড উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে শিক্ষকদের মারধর ও লাঞ্ছিত করে ম্যানেজিং কমিটির সদস্যরা।
১৩ জুলাই: খাগড়াবাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারী-শিশুসহ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনা ঘটে।
৯ আগস্ট: শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে কাশিয়ানীর ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আ. লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
১৫ আগস্ট: তারাইল গ্রামের একটি ডোবা থেকে অর্ণব বিশ্বাস নামে ১৬ দিন বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯ আগস্ট: পরানপুর গ্রামে ছেলেধরা সন্দেহে কুদ্দুস শেখ (৪০) নামে বোরকা পরিহিত এক বাক প্রতিবন্ধীকে গণপিটুনি দেয় স্থানীয়রা।
২৮ আগস্ট: শংকরপাশা গ্রামে সাবিকুন্নাহার পপি (৩০) নামে এক গৃহবধূর মরদেহ নিহতের বাবার বাড়িতে পৌঁছে দিতে এসে আটক হন স্বামী ও শ্বাশুড়ি।
১ সেপ্টেম্বর: ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন।
৫ সেপ্টেম্বর: জোতকুরা গ্রামে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
৩ অক্টোবর: সেনাবাহিনীর গাড়ি ভাংচুরের ঘটনায় মহেশপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান ওরফে সুনু শেখ (৪৮) নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করে থানা পুলিশ।
৩ অক্টোবর: সেনাবাহিনীর গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগ নেতা নীরব শিকদারকে গ্রেফতার করে কাশিয়ানী থানা পুলিশ।
৭ অক্টোবর: খায়েরহাট গ্রামে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে ২০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
১০ অক্টোবর: কলসি ফুকরা গ্রামে ১০ টাকার প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।
৪ নভেম্বর: ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী মামা-ভাগ্নে নিহত হয়।
৪ নভেম্বর: রাজপাট গ্রামে আব্দুল কুদ্দুস (৬৫) নামে এক বৃদ্ধ কুপিয়ে হত্যা করে জামাতা।
৭ নভেম্বর: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে খিচুড়িভোজের আয়োজন করে যুবকরা। যা দেশব্যাপী ভাইরাল হয়।
২ ডিসেম্বর: তালতলা গ্রামে জমিতে বেড়া দিতে গিয়ে আব্দুল মান্নান সরদার (৬৫) নামে এক কৃষক ও তার পরিবারের লোকজন আ.লীগ নেতা কর্তৃক হামলার শিকার হন।
৩ ডিসেম্বর: কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী খোকন শিকদারকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করে পুলিশ।
৬ ডিসেম্বর: উপজেলার দক্ষিণ ফুকরার মিল্টন বাজার এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে গিয়ে চালক পলাশ মোল্যা (৩৬) নিহত হন।
১৪ ডিসেম্বর: মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় মাহিয়া আক্তারমৌ নামে চার বছরের এক শিশু নিহত হয়।
১৯ ডিসেম্বর: ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইয়ার মোল্লা (৬০) নামের এক ব্যক্তি নিহত হন।
২০ ডিসেম্বর: ব্যাসপুর-জয়নগর আঞ্চলিক সড়কে ভ্যান-ইটবোঝাই ট্রলির সংঘর্ষে ইসরাফিল মোল্যা (৪০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হন।
১৭ ডিসেম্বর: রামদিয়া বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫৮৬ কেজি পলিথিন জব্দ করেছেভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।
২৬ ডিসেম্বর: জোতকুরা বাজারে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভেজাল সার-কীটনাশক জব্দ ও দুই ব্যবসায়ীকে ১ লাখ ৯০ হাজার টাকা করেন ভ্রাম্যমাণ আদালত।
৩০ ডিসেম্বর: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওড়াকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বাতিল করা হয়।