জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী পৌর আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির সভাপতি ও পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়ার নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শুক্রবার বেলা ১২টায় শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ পিকুল, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলী আকবার আলী, এম এ মতিন, সদস্য ও পৌর কাউন্সিলর জামির আলী, মাকসুদা আক্তার রুমা, সদস্য আবু বক্কর, জাহিদুল ইসলাম মুন্নু, তৈয়েব বিশ্বাস, সালাউদ্দিন মৃধা মিলন, আ. রব, কালাম মেম্বার, আবুল হাশেম, সালাউদ্দিন মাসুদ, ভবানী বিশ্বাস, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নেলোয়ার হোসেন নিলু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনির হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাসির হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলম শেখসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শনে মন্তব্য লিখে স্বাক্ষর করে পৌর মেয়র সেলিম রেজা লিপন।