,

বঙ্গবন্ধুর সমাধিতে ডিএমপি কমিশনারসহ ৭ অতিরিক্ত আইজিপির শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি কমিশনার) মোহাম্মদ শফিকুল ইসলামসহ পুলিশের সাতজন অতিরিক্ত আইজিপি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বেদীর পাশে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন ডিএমপি পুলিশ কমিশনারসহ অতিরিক্ত আইজিপিরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা অতিরিক্ত আইজিপিরা হলেন- ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, অতিরিক্ত আইজি মাহবুব হোসেন, চৌধুরী আদুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজি শেখ মো. মারুফ হাসান, অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান এবং অতিরিক্ত আইজি বিশ্বাস আফজাল হোসেন।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. সাইদুর রহমান খানসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর