,

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেস ক্লাব নেতাদের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেস ক্লাবের নেতারা।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে নেতারা এ শ্রদ্ধা জানান। পরে তারা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেস ক্লাব নেতারা সমাধিসৌধের মধ্যে যান এবং সেখানে বঙ্গবন্ধু ও তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, সাবেক ট্রেজারার কার্তিক চ্যাটার্জি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য রেজয়ানুল হক, দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর শামসুদ্দীন চারু প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর