কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কাশিয়ানীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরাম এ সভার আয়োজন করে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, ওসি মো. আজিজুর রহমান, ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম, মৎস্য কর্মকর্তা এস, এম শাহজাহান সিরাজ, সমাজসেবা কর্মকর্তা এম এম ওয়াহিদুজ্জামান, সমবায় অফিসার আব্দুর রহমান, কৃষি কর্মকর্তা সন্জয় কুন্ডু, পল্লী উন্নয়ন কর্মকর্তা নমীতা রানী, আনসার ও ভিডিভি কর্মকর্তা তানভির হাসান, প্রশাননিক কর্মকর্তা কৃষ্ণপদ ভদ্র, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান, মুজাহিদুল ইসলাম বুলবুল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার প্রশাসন ও পুলিশ প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।