১৪ই এপ্রিল থেকে দেশজুড়ে সর্বাত্মক লকডাউন ঘোষণা আসার খবরে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহামারির মধ্যেই গত ১৮ই মার্চ এবারের অমর একুশে বইমেলা উদ্বোধন করা হয়।
আগে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ই এপ্রিল পর্যন্ত বইমেলা চলার কথা ছিল। করোনাভাইরাস পরিস্থিতির অবনতি ঘটলে গত ৫ই এপ্রিল দেশব্যাপী ঘোষিত চলমান এক সপ্তাহের লকডাউনের কারণে এক নির্দেশনায় জানানো হয়েছিল, প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অমর একুশে বইমেলা চলবে।