জেলা প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নূর ইসলাম (৬৮) নামে এক কৃষক তার ভাইয়ের হাতে খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কিসমত বেরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের নাতি সেলিম মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল খালেক বলেন, কিসমত বেরুয়া গ্রামের নূর ইসলাম ও তার সহোদর ভাই পচন আলীর মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য বার বার দরবার সালিশ হলেও মীমাংসা হয়নি। এ নিয়ে শুক্রবার সকাল ১০টার দিকে আবারও কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়।
তিনি আরও বলেন, এতে নূর ইসলাম ও তার স্ত্রী হনুফা খাতুন (৬৭) গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ১০টা ১০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় নূর ইসলাম মারা যান। তার স্ত্রী হনুফা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। আর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।