জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ার আদমদীঘিতে বিদ্যালয়ের ফুটবল চুরির অপবাদ দিয়ে হাসিবুল নামের ৫ম শ্রেণির এক ছাত্রকে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে নির্যাতনের শিকার ওই ছাত্রের বাবা হাসান আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ও থানায় লিখিত অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার চাঁপাপুর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউপির গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম। তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় বিদ্যালয় চলাকালে ৫ম শ্রেণির ছাত্র হাসিবুলকে বিদ্যালয়ের ফুটবল চুরির অপবাদ দিয়ে একটি কক্ষে ডেকে নিয়ে শরীরের বিভিন্নস্থানে বেত্রাঘাত করেন। পরে ওই ছাত্রের বাবা-মা বিষয়টি জানতে পেরে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা করায়।