,

ফরিদপুরে বজ্রপাতে কৃষক নিহত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কানাইপুরে বজ্রপাতে মান্নান সিকদার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বুধবারে ঝড়-বৃষ্টির সময় তিনি বজ্রাহত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি কানাইপুর ইউনিয়নের আড়ুয়াডাঙ্গী গ্রামের মৃত ছত্তার সিকদার এর ছেলে।

মান্নান কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন জানান,  বুধবারে বাড়ি থেকে পাকা সড়ক ধরে পার্শ্ববর্তী আটঘর বাজারে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, উপজেলা পরিষদ থেকে ওই পরিবারকে সরকারি সহায়তা প্রদানের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর