,

ফরিদপুরের সাংবাদিক হারান মিত্র মারা গেছেন

ফরিদপুর ব্যুরো: ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হারান মিত্র আর নেই।

মাত্র ৩৫ বছর বয়সে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুরে আল হেরা ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হারান মিত্র আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চাদড়া গ্রামের বাসিন্দা। তিনি বাবা-মা, দুই বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। হারান মিত্র কয়েকদিন আগে কিডনী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হারান মিত্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবদুর রহমান, সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, দৈনিক ফরিদপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলটন, ফরিদপুর প্রতিদিনের সম্পাদক কামরুজ্জামান সোহেল।

এই বিভাগের আরও খবর