,

ফরিদপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ও বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধ্যরাতে এ পৃথক দুই সড়ক দুর্ঘটনা ঘটে।

ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুরের কোমরপুরে পিকআপের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন দুইজন। এরা হলেন- সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ক্ষিদিরবিশ্বাসের ডাঙ্গির রিয়াজ শেখ (৪৩) ও ও পাবনা জেলার কাশিনাথপুরের আব্বাস শেখ (৫২)।

কোতোয়ালী থানার এসআই বেলাল হোসেন জানান ,বৃহস্পতিবার মধ্য রাতে ঢাকা-ফরিদপুর মহাসড়কের কোমরপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি পিকআপ ধাক্কা দেয়। এতে চারজন আহত হন। ফরিদপুর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করে। এদের মধ্যে দুইজন শুক্রবার সকালে মারা যায়। নিহতদের পরিবার আবেদনের প্রেক্ষিতে লাশ দুটি ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

অপর দিকে শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার অম্বিকাপুর বাজারে একটি ইজিবাইকের ধাক্কায় একজন পথচারী নিহত হন। নিহতের পরিচয় জানা যায়নি। তবে তার বাড়ি কুষ্টিয়া বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর