নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনীয়তা আছে বলেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমাতে প্রয়োজনে আইনটি সংশোধন করা হবে।
শনিবার (২২শে অক্টোবর) রাজধানীতে এডিটরস গিল্ডের ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু বাকস্বাধীনতা ও সাংবাদিকতার স্বাধীনতা হরণ করার জন্য নয়। ডিজিটাল অপরাধ কমাতে এ আইন প্রণয়ন করা হয়েছে। এ আইনের প্রয়োজনীয়তা আছে বলেই আইনটি করা হয়েছে।
কিছু কিছু ক্ষেত্র আইনটি অপব্যবহার করা হচ্ছে স্বীকার করে তিনি বলেন, আইনটির অপপ্রয়োগ কমাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করেছি। মিসঅ্যাবিউজগুলো বন্ধের জন্য সচেষ্ট আছি। প্রয়োজনে আইন সংশোধন করা হবে।
তিনি বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে চিন্তার স্বাধীনতার কথা বলা আছে। অনেকগুলি অপরাধ আছে পেনাল কোডে যেখানে ডিজিটাল নিরাপত্তা নিয়ে কিছু বলা নাই।