,

প্রার্থী হয়েও ভোট দিতে আসেননি পরীমনি

বিনোদন ডেস্ক: শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়েও ভোট দেননি, এমনকি ভোটকেন্দ্রেও আসেননি চিত্রনায়িকা পরীমনি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

হারুন বলেন, ‘যতদূর জানি তিনি (পরীমনি) শারীরিকভাবে অসুস্থ। যে কারণে প্রার্থী হয়েও ভোট দিতে আসতে পারেননি।’

পরীমনি কাঞ্চন-নিপুণ প্যানেলে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। কিন্তু প্রার্থীতা প্রত্যাহারের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর ঘোষণা দেওয়ায় নির্বাচনের নিয়ম অনুযায়ী তিনি প্রার্থী। এমনকি ব্যালট পেপারে পরীমনির নাম রয়েছে।

খবরে প্রকাশ, মঙ্গলবার (২৫ জানুয়ারি) অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমার শুটিং চলাকালীন পরীমনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনার লক্ষণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন বলে জানা গেছে।

সম্প্রতি বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসায় নতুন করে আলোচনায় আসেন পরীমণি। ‘মা’ সিনেমার শুটিং শেষ করেই ছুটিতে যাওয়ার কথা ছিল এই নায়িকার।

এই বিভাগের আরও খবর