নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দিনে সোমবার প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন ৮২ জন। আর দ্বিতীয় দিনে মঙ্গলবার আপিল করেন ২৩৪ জন। সব মিলিয়ে দুই দিনে আপিলকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬ জন।
আরো জানা গেছে, আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হবে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনার, ইসির সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন। এ কারণে ইতিমধ্যে নির্বাচন ভবনের ১১ তলায় শুনানির জন্য ট্রায়াল রুম তৈরি করেছে ইসি।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর।