জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে মোহাম্মদ আলী হোসেন সরদার নামে এক পাকিস্তান প্রবাসীর জমি দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে প্রবাসীর পরিবার।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে পৌর এলাকার লক্ষীপুর পখিরা গ্রামে উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানিয়েছে, পখিরা গ্রামের নাদের আলী সরদারের ছেলে পাকিস্তান প্রবাসী মোহাম্মদ আলী সরদার একই গ্রামের আবুল কাসেম বেপারী ও মাজেতুন্নেছার কাছ থেকে ১৯৯২ সালে ২২ শতাংশ জমি ক্রয় করেন।
পরে ওই জমিতে একটি টিনের বাড়ি নির্মাণ করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন প্রবাসী মোহাম্মদ আলী সরদার। ওই বাড়িতে তার চাচাত বোন বসবাস করছেন।
এদিকে মোহাম্মদ আলী দীর্ঘ কয়েক বছর ধরে পাকিস্তান থাকার সুযোগে সম্প্রতি জমির আগের মালিক আবুল কাসেম বেপারী তার লোকজন নিয়ে ওই জমি দখল করে আরেকটি টিনের ঘর নির্মাণ করেন। এ ঘটনায় প্রবাসীর চাচাত ভাই ইমামুল সরদার কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া প্রবাসীর জমি দখল করার ঘটনায় স্থানীয়রাও ক্ষোভ প্রকাশ করেছেন।
থানায় অভিযোগ দেয়া ইমামুল সরদার বলেন, ‘মোহাম্মদ আলী সরদারের আপন কোনো লোক দেশে না থাকায় আমি তার পক্ষে থানায় অভিযোগ দিয়েছি।’
মুঠোফোনে যোগাযোগ করলে পাকিস্তান থেকে মোহাম্মদ আলী হোসেন সরদার দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি অনেক কষ্টে ওই জমি কিনেছি। এখন জানতে পারলাম, যারা জমিটি বিক্রি করেছে তারাই সেটি দখল করে ঘর নির্মাণ করেছে। জমিটি দখলমুক্ত করে দিতে প্রশাসনসহ দেশের সবার কাছে আবেদন করছি।’
অভিযোগের বিষয়ে দখলদার জুয়েল রানা বলেন, ‘আমার বাবা ও তার বোন জমি বিক্রি করেছে মোহাম্মদ আলী হোসেন সরদারের কাছে। পরে সে জমি ফেরত দেবে বলে আমাদের কাছ থেকে বায়নাও নিয়েছে। তবে সে দেশে এসে জমি ফেরত না দিলে আমরা তার জমি ছেড়ে দেব।’
এ বিষয়ে কালকিনি থানার ওসি শামীম হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।’
এদিকে সঠিক তদন্ত করে বিষয়টির সমাধানের জন্য পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা।