,

প্রধানমন্ত্রীর উদ্যোগে কোটালীপাড়ায় নৌকাবাইচ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) উপজেলার রামশীলের সন্ধ্যা নদীতে বিকেল ৩টা থেকে এ নৌকা বাইচ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

কোটালীপাড়া ও এর আশপাশের উপজেলা থেকে সাড়েঙ্গা, কোষা, চিলেকাটাসহ বিভিন্ন ধরণের নৌকা নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিরা।

সন্ধ্যা নদীর রামশীলের স্লুইসগেট থেকে রামশীল ব্রিজ পর্যন্ত প্রায় ১কিলোমিটার এলাকা জুড়ে এ নৌকা বাইচ প্রতিযোইগতা অনুষ্ঠিত হয়। নদীটির দুপাড়ে দাড়িয়ে হাজার হাজার নারী পুরুষ এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. শহীদ উল্লা খন্দকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সঠিকভাবে পালন করতে পারছেন। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী আছেন বলেই দেশের সর্বক্ষেত্রে এতো উন্নয়ন হয়েছে। তাই আমাদের সকলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। তিঁনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ ভালো থাকবে।’

-অংকন তালুকদার

এই বিভাগের আরও খবর