বিজয়া দশমীতে মর্ত্য ছেড়ে পুনরায় কৈলাসে গেলেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। আর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব শেষ হলো।
এ উৎসবের আনন্দ শুধু হিন্দুদের নয়, বাঙালি মুসলিমদেরও আপ্লুত করে।
শুক্রবার (১৯ অক্টোবর) বিকেল ৩টার পর থেকে রাজধানী সহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয় বিসর্জন।
এর আগে বিভিন্ন এলাকা থেকে প্রতিমাসহ ভক্তরা জড়ো হন। বাদ্য আর আরতির মাধ্যমে একে একে বিসর্জন দেওয়া হয় প্রতিমা।
শেষবারের মতো তেল-সিঁদুর পরিয়ে চোখের জলে মাকে এক বছরের জন্য বিদায় জানান ভক্তরা।
মাকে ভক্তির পর চোখের জলে আবেগ-আপ্লুত হয়ে পড়েন হাজার হাজার ভক্তকুল। বিভিন্ন ঘাটে শুরু হয় এক আবেগঘন মুহূর্ত।
ভক্তরা বলেন, মায়ের বিদায় যেন সইতে পারছি না। তারপরও বিদায় জানাতে হলো। এক বছর পর আবার ফিরে আসবেন মা।
ভক্তরা জানান, মা এবার ঘোড়ায় চড়ে এসেছিলেন, যাচ্ছেন দোলায়। তাই বিশ্ব এবার ভালো থাকবে।
এ বছর সারাদেশে ৩১ হাজার ২৭২টি মণ্ডপে পূজা হয়েছে।