বিডিনিউজ ১০, ডেস্ক: রাজধানীর উত্তরার নিজ বাসার সামনে সবেমাত্র পৌঁছেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এমন সময় তার উদ্দেশে অস্ত্র তাক করে সামনে এগিয়ে আসতে থাকে এক যুবক। কাছাকাছি আসলে অস্ত্রের ভয়ে আঁতকে ওঠেন তিনি। তবে সঙ্গে থাকা স্ত্রীর সহযোগিতায় কৌশলে ওই যুবককে আটক করেন প্রতিমন্ত্রী।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। সবশেষে বুধবার (২২ জানুয়ারি) সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (ক্যাব) ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করে জেলহাজতে পাঠায়।
এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে প্রতিমন্ত্রীর উত্তরার বাসার সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিজের এক বন্ধুর সঙ্গে দেখা করতে বাসার সামনে নামলে ওই যুবক খেলনা পিস্তল নিয়ে প্রতিমন্ত্রীর দিকে ধেয়ে আসে। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন তিনি।
এ ব্যাপারে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কোবাদ জানান, ওই যুবককে থানায় সোপর্দ করার পর বুধবার এক মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (ক্যাব) ভ্রাম্যমাণ আদালত।