,

প্রকৃতিতে শীতের আমেজ

প্রকৃতিতে শীতের আমেজ-ছবি সংগৃহিত।

নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ ১০ ডটকম: তারিখের হিসাবে এখনও শীত আসেনি। কিন্তু গ্রাম থেকে নগর, সব জায়গায়ই যেন শীতের আয়োজন। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির প্রক্রিয়া চলছে, সেই মেঘে ছেয়ে গেছে সারাদেশের আকাশ। তাই তাপমাত্রা কমে গিয়ে হঠাৎ করেই যে শীতের আমেজ প্রকৃতিতে।

এখন গ্রামের পথে পথে শিশির ভেজা ঘাসে, আমনের ক্ষেতে গেলে সকালের নরম রোদ। কুয়াশার জাল ঘেরা সকাল-সন্ধ্যার রহস্য। আর্দ্রতা হারাচ্ছে বাতাস, খসখসে হচ্ছে ত্বক। শুরু হয়েছে পাতা ঝড়ার দিন।

এখনও গ্রামের মতো শহরে রাতে পুরো দস্তুর গায়ে কাঁথা জড়াতে হয় না বটে তবে শেষ রাতের শীতে কাঁথার উষ্ণতা খোঁজে সবাই। রাজধানীর পথে ইতোমধ্যে গরম কাপড়ের পসরা বসেছে। সন্ধ্যার পর হাত বাড়ালেই পথের পাশে ভাপা, পাটিসাপটাসহ শীতের নানা পিঠাপুলি পাওয়া যায়। শীতের সবজি আসতে শুরু করেছে অনেক আগেই।

ক্যালেন্ডারের হিসাবে এখন হেমন্ত। কার্তিকের ১৪ তারিখ। শীতের ঋতু পৌষ ধরা দিতে ঢের দেরি। আবহাওয়াবিদদের হিসাবে এখন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। রোববার দেশের এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায়।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণি বাতাসের সৃষ্টি হয়েছে, এটি সমুদ্রে মেঘ সৃষ্টি করেছে। বাতাসের কারণে এই মেঘগুলো স্থলভাগে চলে এসেছে। এই মেঘের কারণেই দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণিবাতাস আরও অর্গানাইজ হয়ে লঘুচাপে পরিণত হবে বলে মনে করছি।’

তিনি বলেন, ‘সারাদেশের আকাশই মেঘাচ্ছন্ন। মেঘের কারণে মধ্যাঞ্চল ছাড়াও চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টি হচ্ছে। তবে রংপুরের দিকে বৃষ্টি কম।’

আগামী তিনদিন দিনের তাপমাত্রা আরও কমতে থাকবে জানিয়ে আরিফ হোসেন বলেন, ‘রাতের তাপমাত্রা খুব একটা কমবে না। তিনদিন পর দিনের তাপমাত্রা একটু বাড়বে, তবে রাতের তাপমাত্রা কমতে থাকবে।’

মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের বাসিন্দা শহীদুল ইসলাম খান বলেন, ‘রাতে ঘুমানোর সময় ফ্যান ছেড়েই ঘুমাই। কিন্তু মাঝ রাতে ফ্যান বন্ধ না করলে শীত লাগে, আর শেষ রাতে গায়ে কাঁথা জড়াতে হয়।’

পটুয়াখালীর দশমিনা থানার মাছুয়াখালী গ্রামের গৃহবধূ কুলসুম বেগম ফোনে জানান, ‘সন্ধ্যা নামলেই শীত করছে। কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়।’

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

 

এই বিভাগের আরও খবর