,

পূবাইলে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রেনের ধাক্কায় মোহাম্মদ হেলাল নামে এক যুবক নিহত হয়েছেন।

কর্মস্থলে যাওয়ার সময় রেলপথ পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে হেলাল নিহত হয়েছেন বলে জানিয়েছেন পূবাইল থানার এসআই মাসুদ।

 হেলাল ভোলা জেলার সদর থানার ইলিশা কোর্টবাড়ি এলাকার তছির সর্দারের ছেলে। তিনি পূবাইল বসুগাঁও রেললাইনের পাশের এলাকায় ভাড়া থাকতেন।

এসআই মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি রেলের আওতায় পড়ায় আমরা লাশ আনিনি। পরে স্থানীয়ভাবে লাশটি দাফন করার ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর