,

পুকুরে গোসলে নেমে না ফেরার দেশে দুই শিশু

ফেনী প্রতিনিধি: ফেনীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাজমুন নাহার আফরিন (৭) ও জান্নাতুল ফেরদৌস (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের নজির আহম্মদের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো- স্থানীয় মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ও সালেহ আহম্মদের মেয়ে নাজমুন নাহার আফরিন ও সোনাগাজী উপজেলার মতিগঞ্জ গ্রামের আকবর হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌস।

জানা যায়, জান্নাত মায়ের সঙ্গে ওই গ্রামে নানার বাড়িতে থাকে। এ দুই শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সি বিষয়টি নিশ্চিত করে জানান, তিন শিশু পুকুরে গোসল করতে গিয়ে দুইজন পানিতে ডুবে যায়। বিবি মরিয়ম নামে অপর শিশুর মাধ্যমে এ খবর পেয়ে বাড়ির লোকজন পুকুরে ছুটে গেলেও ততক্ষণে তারা প্রাণ হারায়।

ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেনও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর