,

পাবনার হাসপাতালে ১২ ডেঙ্গু রোগী ভর্তি

পাবনা প্রতিনিধি : পাবনা জেনারেল হাসপাতালে গত চার দিনে ডেঙ্গু রোগে আক্রান্ত ১২ জন ভর্তি হয়েছেন। আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকায় ছিলেন।

আক্রান্ত রোগীরা জানান, ঢাকা থেকে ফেরার পরপরই তারা জ্বরে আক্রান্ত হন এবং চিকিৎসকের শরণাপন্ন হলে রক্ত পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। ডেঙ্গু আক্রান্ত এ সকল রোগীর মধ্যে ছাত্র, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী এবং পোশাককর্মী রয়েছে।

পাবনা জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুল ইসলাম জানান, আক্রান্ত রোগীদের ১০ জন ঢাকায় অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর বাইরে স্থানীয় পর্যায়ে দুই জন রোগী পেয়েছেন।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, যারা ভর্তি আছে, তাদের সঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। অনেকে সুস্থ হয়ে উঠেছেন। দুশ্চিন্তার কিছু নেই।

এই বিভাগের আরও খবর