জেলা প্রতিনিধি, শরীয়তপুর: সবকিছু ঠিকঠাক থাকলে জুনের ২৫ তারিখে পদ্মা সেতু শুভ উদ্বোধন হবে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
বিএনপির উদ্দেশে উপমন্ত্রী বলেন, পাকিস্তানে যখন সরকার পতন হয় বিএনপিরা উল্লাস করে। আফগানিস্তানে যখন তালেবানরা ক্ষমতায় আসে তখনো বিএনপিরা উল্লাস করে। শ্রীলংকায় সরকার পতনেও তারা উল্লাস করে। তারা ভাবে শ্রীলংকার মতো হবে। আসলে বিএনপির মাথায় কোন রাজনীতি নাই। ওদের মাথায় হচ্ছে ষড়যন্ত্র।
তিনি বলেন, আওয়ামী লীগের ভিত অনেক মজবুত। সরকারেও আওয়ামী লীগ, রাজপথেও আওয়ামী লীগ। আন্দোলন করে কখনো আওয়ামী লীগকে আপনারা ক্ষমতাচ্যুত করতে পারবেন না।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক জাফর শেখ প্রমুখ।