,

পদ্মায় ডুবে বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় ১৫ বন্ধু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট মিনি কক্সবাজার এলাকায় পদ্মা নদীতে ডুবে বুয়েট ছাত্র তারিকুজ্জামান সানির (২৬) মৃত্যু হয়েছে।

এ ঘটনায় হওয়া মামলায় তার সঙ্গে যাওয়া ১৫ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তারিকুজ্জামান সানি পদ্মা নদীতে নিখোঁজ হয়। সানি হাজারিবাগ এলাকার নীলাম্বর সাহা রোড এলাকার মো. হারুনুর রশিদের ছেলে।

ফায়ার সার্ভিস স্টেশনের ডুবরিরা শুক্রবার বেলা ১১টায় পদ্মা নদী থেকে সানির লাশ উদ্ধার করেছে। সানি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী।

দোহার থানা পুলিশ জানায়, পদ্মা নদী থেকে উদ্ধারকৃত তারিকুজ্জামান সানির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, শুক্রবার রাতে দোহার থানায় মামলা করেন মৃত সানির পরিবার। মামলার পর সানির সঙ্গে মৈনটে ঘুরতে আসা ১৫ জন বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে দোহার থানা পুলিশ।

এই বিভাগের আরও খবর