,

নিত্যপণ্যের দাম চড়া

নিজস্ব প্রতিবেদক: আগের চড়া দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল চিনিসহ অন্যান্য নিত্যপণ্য। তবে কিছুটা স্বস্তি আছে মুরগীর বাজারে।

আগের চড়া দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও চিনি। খোলা চিনি ৬৩ থেকে ৬৫ টাকা কেজি পাইকারি বাজারে। আর খোলা সয়াবিন ১২৮ টাকা কেজি। বাজারে ছোলা পাওয়া যাচ্ছে মানভেদে ৬০ থেকে ৭০ টাকা কেজি।

বিক্রেতারা বলছেন, কিছুটা সস্তা মশুর ডাল। মানভেদে ডাল পাওয়া যাচ্ছে ৬২ থেকে ৯০ টাকা কেজি। তবে পাইকারি এসব পণ্যের দাম খুচরা কেজিতে বাড়ে আরও ১০ থেকে ১৫ টাকা।

নিত্যপণ্যের এমন চড়া দামে সাধারণ মানুষের ক্ষোভ আছে।

এদিকে, সোনালী মুরগী বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি। আর দেশি মুরগী ৫০০ থেকে ৫২০ টাকায়। বিক্রেতারা বলছেন, রোজায় দাম আরও কমে আসবে। তবে বিক্রেতার এমন আশ্বাসে ক্রেতার আস্থা নেই।

এই বিভাগের আরও খবর