,

নারায়ণগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর থানা এলাকার গলাচিপা বালক বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে শ্রেণি কক্ষের গ্রিল কেটে দূর্বৃত্তরা বিদ্যালয়ের সিসিটিভির ক্যামেরার মনিটর, রিমোট, মডেম ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম বিন নাহার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়রি করেছেন।

স্কুলের প্রধান শিক্ষিকা মরিয়ম বিন নাহার জানান, রবিবার সকালে বিদ্যালয়ে এসে দেখা যায় বিদ্যালয়ের স্টিলের ৩টি আলমারির তালা ভাঙ্গা। এ সময় বিভিন্ন কাগজপত্র এলোমেলো অবস্থায় দেখতে পায় শিক্ষকরা। দূর্বৃত্তরা স্কুলের মধ্যে থাকা সিসিটিভির মনিটরসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। চোরেরা শুরুতে সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় কোন ভিডিও ফুটেজও পাওয়া যায়নি।

এ ব্যাপারে সদর মডেল থানার এস.আই শামীম আল মামুন বলেন, চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর