,

নরসিংদীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে নিজ বাড়ি তেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম সাজেদা বেগম (৬৫)।

সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়ৃ।  নিহত সাজেদা বেগম সদর উপজেলার চিনিশপুর গ্রামের মৃত মতিউর রহমানের স্ত্রী।

এ ঘটনায় পুলিশ ওই নারীর ছেলে আইনউদ্দিন (৩৮) ও নাতি মঞ্জুর হোসেন রিজনকে (১৭) আটক করেছে পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, রাতে সাড়া না পেয়ে ছেলে আইনউদ্দিন ঘরে গিয়ে মা সাজেদা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাতেই নরসিংদী সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে আইনউদ্দিন ও নাতি রিজনকে আটক করে পুলিশ।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এই বিভাগের আরও খবর