,

নবগঠিত গোপালগঞ্জ সদর উপজেলা আ’লীগের পরিচিতি সভা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: নবগঠিত গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ মে) সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।

সভায় সদর উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ আগামী দ্বাদ্বশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন প্রজম্মের ভোটারদের সাথে যোগাযোগ স্থাপন, শক্তিশালী ওয়ার্ড কমিটি ও কেন্দ্র কমিটি গঠনের উপর গুরুত্বরোপ করেন।

এছাড়া, সকল বাধা ও ষড়যন্ত্রকে মোকাবেলা করে গোপালগঞ্জ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং আটবারের নির্বাচিত সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে আগামী দ্বাদ্বশ সংসদ নির্বাচনে সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে নবম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করার জন্য এখন থেকে পরিকল্পনা মাফিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সদর উপজেলা আওয়ামীলীগ নেতা শরীফ ফারুক আহম্মেদ, মোজাফ্্ফর এইচ নান্নু, মো. সাইফুল ইসলাম, সাজ্জাদ খান, আকবার হোসেনসহ ২১ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা সভায় বক্তব্য রাখেন।

সভা সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার।

এই বিভাগের আরও খবর