,

ধর্ষণে অভিযুক্ত প্রধান শিক্ষক বরখাস্ত

জেলা প্রতিনিধি, নাটোর: নাটোরে গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে নিজ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণে অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই।

সভাপতি বলেন, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে শিক্ষক ফিরোজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। এ ঘটনায় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান বলেন, ‘প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে সাময়িক বরখাস্ত করে সরকারি বিধি মেনে জ্যেষ্ঠতার ভিত্তিতে তার স্থানে মোছা. ফরিদা খাতুনকে দায়িত্ব দেয়া হয়েছে।’

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১ অক্টোবর সকাল ১০টার দিকে ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দেয়ার জন্য বিদ্যালয়ে যান। পরীক্ষা শেষে বিদ্যালয়ের মূল গেটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান।

পরে রাজশাহীর একটি বাসার আটকে রেখে পিস্তল ও ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন।

এ ঘটনায় রাত ১১টার দিকে ভুক্তভোগীর মা ফিরোজ আহমেদসহ আরও দুজনকে আসামি করে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

এ অবস্থায় তথ্য প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হলেও পালিয়ে যান অভিযুক্ত ফিরোজ আহমেদ।

এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এই বিভাগের আরও খবর