কাশিয়ানী (গোপালগঞ্জে) প্রতিনিধি: নোয়াখালীসহ সারাদেশে সংঘটিত নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে এবং বিচারের দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রলীগ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার শংকরপাশা কালনাঘাটে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মাসুম, রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন মিটু, সাধারণ সম্পাদক মো. দিদারুল মৃধা, সাবেক ছাত্র নেতা মো. মাসুম হোসেন, মুন্সি রাকিবুল ইসলাম, তোফায়েল আহমেদ, মিন্টু বিশ্বাস, হাবিব শেখ প্রমুখ।
বক্তারা বলেন, ‘ধর্ষকদের কোন দল নেই। ধর্ষক যে দলেরই হোক; তাকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। ধর্ষকদের এদেশে কোনো স্থান নেই। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। যাতে বাংলাদেশে এ ধরনের ঘটনা আর না ঘটে।’