নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয়ঘাটে কয়েকশ যানবাহন আটকা পড়েছে। আটকেপড়া যানবাহনের যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছেন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া অফিসের ম্যানেজার আবু আব্দুল্লাহ রনি জানান, ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।
দৌলতদিয়া ঘাটে চারটি ও পাটুরিয়া ঘাটে ১০টি ফেরি শতাধিক যানবাহন নিয়ে আটকে আছে। মহাসড়কেও অনেক যানবাহন আটকে পড়েছে। প্রচণ্ড শীত ও কুয়াশায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃতির ওপর আমাদের কারও কোনো হাত নেই।
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান যুগান্তরকে জানান, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা শূন্যে নেমে আসায় নৌরুটের চ্যানেল ও মার্কিং পয়েন্টগুলো দেখা যাচ্ছিল না।
এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে আবারও ফেরি চালানো হবে।