জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: দৈনিক সবুজ নিশান পত্রিকার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তিনি উপজেলার ঘোনাপাড়া বাজারে বিকাশের ব্যবসা করতেন।
রোববার (৭ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে নিজ বাড়িতে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
তিনি মৃত্যুকালে এক পুত্র, দুই কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার (৮ আগস্ট) বাদ জোহর জানাযার নামাজ শেষে উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে, তাঁর মৃত্যুতে কাশিয়ানী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও বিডিনিউজ১০ ডটকম পরিবারসহ স্থানীয় সংবাদকর্মী ও ঘোনাপাড়া বাজারের ব্যবসায়ীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।