,

দেশের কোথায় কখন সূর্যগ্রহণ

বিডিনিউজ ১০, ডেস্কআজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চলতি বছরের তৃতীয় ও সর্বশেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন না থাকায় বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ সময় ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বেলা ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে এটি।

রাজধানী ঢাকায় সূর্যগ্রহণ শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টা ২ মিনিটে। সকাল ১০টা ২৮ মিনিটে সর্বোচ্চ পর্যায়ে থাকবে এটি এবং শেষ হবে দুপুর ১২ টা ৬ মিনিটে।

দেশের বিভিন্ন জেলায় সূর্যগ্রহণ শুরু ও শেষের সময়

চট্টগ্রামে শুরু ৮টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ডে এবং সম্পন্ন ১১টা ৫৮ মিনিটে।
বরিশালে শুরু ৯টা ২ মিনিট ১৮ সেকেন্ডে এবং সম্পন্ন ১২টা ৪ মিনিট ৪২ সেকেন্ডে।
খুলনায় শুরু ৯টা ৫ মিনিট ৪২ সেকেন্ডে এবং সম্পন্ন ১২টা ৮ মিনিট ৬ সেকেন্ডে।
ময়মনসিংহে শুরু ৯টা ৬ মিনিটে এবং সম্পন্ন ১২টা ৮ মিনিট ২৪ সেকেন্ডে।
রাজশাহীতে শুরু ৯টা ১২ মিনিট ১২ সেকেন্ডে এবং সম্পন্ন ১২টা ১৪ মিনিট ৩৬ সেকেন্ডে।
রংপুরে শুরু সকাল ৯টা ১২ মিনিট ৪৮ সেকেন্ডে এবং সম্পন্ন ১২টা ১৫ মিনিট ১২ সেকেন্ডে।
সিলেটে শুরু ৯টা ৩৬ সেকেন্ডে এবং সম্পন্ন ১২টা ৩ মিনিটে।

সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাতে মানা করেছে নাসা। এটি চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়া এক্স-রে ফিল্ম, নেগেটিভ, ভিডিও এবং অডিও ক্যাসেটের ফিতা, সানগ্লাস, ঘোলা বা রঙিন কাচেও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি ও অবলোহিত রশ্মি আটকে না। কোনোভাবেই এসব জিনিসের সাহায্যে সূর্যগ্রহণ দেখা যাবে না।

এই বিভাগের আরও খবর