,

দরিদ্র শিক্ষার্থীদের ‘বিনামূল্যে কম্পিউটার’ প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: দরিদ্র-সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের দক্ষ ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে বেসরকারি সেবামূলক সংস্থা ‘গণ কল্যাণ সংস্থা’।

গত ৬ আগষ্ট থেকে উপজেলার রাজপাট ইউনিয়ন পরিষদে ফিউচার ব্রাইট কম্পিউটার লার্নিং প্রজেক্টের আওতায় ৩ মাসব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন মিয়া ও গণ কল্যাণ সংস্থার যৌথ অর্থায়নে বিনামূল্যে ১৬১ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

প্রশিক্ষণার্থী ইসরাত জাহান জেরিন বলেন, আমরা বিনা পয়সায় বাড়ির কাছে খুব সহজেই কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারছি। এ প্রশিক্ষণের মাধ্যমে আমরা তথ্যপ্রযুক্তিতে বেশ দক্ষ হতে পারছি। প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর ও ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহায়ক ভূমিকা পালন করবে। ইউপি চেয়ারম্যান ও গণ উন্নয়ন সংস্থার এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

রাজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন মিয়া বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়া ও বেকারত্ব দূরীকরণে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে তথ্যপ্রযুক্তি ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ করে আর্থিক অভাব-অনটনের কারণে যারা প্রশিক্ষণ নিতে পারে না, তাদের জন্য আমরা বিনামূল্যে এ প্রশিক্ষণের আয়োজন করেছি।’

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর