,

দরিদ্রদের পাশে দাঁড়ালেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান

অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান।

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশে ঘরে থাকা কর্মহীন শ্রমজীবি, দুস্থ-অসহায়দের সেবায় এগিয়ে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ কামরুজ্জামান।

রোববার (১২এপ্রিল) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের প্রায় দু’শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু, পিয়াজ, লবন, সাবানসহ খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান নশু, শিক্ষক মনিরুল ইসলাম বিশ^াস, ইউপি সদস্য নিজাম উদ্দিন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান বলেন, ‘করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া দিনমজুর, হতদরিদ্র মানুষ পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে আছেন। এসব অভাবী মানুষের কথা চিন্তা করে তাদের পাশে এই মুহূর্তে দাঁড়াতে এ উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও যে কোন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি সে জন্য সকলের কাছে দোয়াপ্রার্থী।

খাদ্য সহায়তা পেয়ে হতদরিদ্র মানুষের চোখে-মুখে খুশির ঝিলিক। করোনা পরিস্থিতির দুর্দিনে এমন সাহায্য পেয়ে অনেকে তাদের পরিজনদের নিয়ে দু’মুঠো ভাত খেতে পারবেন বলে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগী মানুষগুলো।

এই বিভাগের আরও খবর