নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপে থমকে যাওয়া রাজধানীতে মধ্য বৈশাখের বৃষ্টি এনে দিয়েছে কিছুটা স্বস্তির আবহ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে আকাশ ঢেকে যাওয়া কালো মেঘ যেনো সন্ধ্যা নামে নগরীতে। তীব্র ঝড় হাওয়া আর বৃষ্টির পানিতে ডুবে যায় রাস্তাঘাট। লকডাউনে থাকা নগরবাসী কালো মেঘে ঢেকে যাওয়া আকাশের কান্নায় হয়েছে উদ্বেলিত।
করোনার প্রকোপে হোম কোয়ারান্টাইনে থাকা নগরবাসী ঘরের বারান্দায় কিংবা জানালায় বসে উপভোগ করেন মধ্য বৈশাখের এই ঝড়বৃষ্টি। তবে রাজধানীতে কিছু কিছু জায়গায় গাছ পড়ে আর পানি জমে কিছুটা অস্বস্তির পরিবেশ তৈরি হলেও। শূন্য রাস্তার ঢাকায় ভোগান্তি পোহাতে হয়নি কাউকে।